যশোরে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা লম্পট গ্রেফতার

যশোর প্রতিনিধি
কলেজ পড়–য়া এক শিক্ষার্থীকে উত্যাক্ত করার এক পর্যায় গভীর রাতে যৌন নিপীড়নের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলাটি করেন, যশোর শহরের বকচর  এলাকার এক কলেজের শিক্ষার্থী। আসামী করা হয়েছে,শহরের বকচর বিহারী কলোনী,বর্তমানে শহরের বারান্দী মোল্লাপাড়া সিটি কলেজ বৌ বাজার মসজিদের পাশে বাচ্চু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত দিলরেজার ছেলে শাহারিয়া আলম রকি। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গ্রেফতার করেছে।
কলেজ পড়–য়া শিক্ষার্থী (২২) মামলায় উল্লেখ করেন, তিনি যশোর সরকারী সিটি কলেজ ডিগ্রী শেষ বর্ষের লেখাপড়া করে। বাদি কলেজে যাওয়া আসার পথে  শাহারিয়ার আলম রকি বিভিন্ন সময় আজে বাজে কথা বার্তা বলে ও উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দেয়। বাদি তার প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় রকি বাদিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। মাঝে মধ্যে বাদির পথ রোধ করে দাড়ায় এবং বাদির হাত ও ওড়না ধরে টানাটানি করে। বাদি রকির কথায় রাজী না হলে বাদিকে জোর করে ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। গত ২৭ জুন সোমবার রাত সাড়ে ১০ টায় বাদি খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে পড়ে। লম্পট শাহারিয়ার আলম রকি মঙ্গলবার ২৮জুন রাত দেড়টার সময় বাদির বাড়ির সামনে গলি রাস্তার উপর এসে বাদির নাম ধরে ডাকাডাকি করে। বাদি তার ঘরের দরজা খুরে বাইরে আসার সাথে সাথে রকি অসৎ উদ্দেশ্যে বাদিকে হাত ও গায়ের ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানী ঘটায়। বাদি চিৎকার ও চেচামেচি করলে ঘর হতে বাদির বাবা,ভাইসহ আশপাশের লোকজন আসতে থাকলে রকি বাদিকে ছেড়ে দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ এসে লম্পট রকিকে গ্রেফতার করে