যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছার পাতিবিলা ইউপির ৪নং (পাতিবিলা) ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে নিহত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাসের স্ত্রী লিপি খাতুন টিউবঅয়েল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুস সালাম তালা প্রতীকে পেয়েছেন ৩৫৪ ভোট।
বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণের পর গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম ৫টা ৪৫মিনিটের দিকে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১১৭৮ জন ভোটারের মধ্যে ৯১০ জন ভোট প্রদান করেন। এরমধ্যে ১০টি ভোট বাতিল হয়।
এরআগে গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় পাতিবিলা বাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাস। এতে ওই ওয়ার্ডের সাধারণ সদস্যের পদ শুন্য হলে নির্বাচন কমিশন সেখানে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনে প্রার্থী হতে চারজন মনোয়নপত্র জমা দিলেও পরে দুইজন তাৃদের মনোয়নপত্র প্রত্যাহার করে নেন