দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার আমতলী বাজারেএ হত্যাকাণ্ড ঘটে। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
নিহত যুবলীগ নেতার নাম মাজেদুর রহমান (২৪)। তিনি দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকার আজিমুল রহমানের ছেলে। শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মাজেদ।
জানা গেছে, ৭/৮ জন দুর্বৃত্ত মাজেদুরকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।