যশোরে স্যালাইনে বিষ মিশিয়ে স্বামীকে  হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন স্বামী নুর ইসলামকে (৬০) বিষ প্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগে স্ত্রী জয়গুন বেগম (৫২) কে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের মৃত চাঁদ খাঁর ছেলে নুর ইসলাম  বাদি হয়ে ১৭ মে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। জয়গুন বেগম ঝিকরগাছা উপজেলার টাওয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।
মামলায় উল্লেখ করেন, নুর ইসলাম অসুস্থ্য হলে গ্রাম্য ডাক্তার সামাদ দেখে বলেন নুর ইসলাম স্ট্রোক করেছেন। তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার গভীর রাতে নুর ইসলামকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকাবস্থায় স্ত্রী জয়গুন বিবি ও ছেলে নুর ইসলামের কাছে ছিলো। ডাক্তার এসে দেখে ঔষধ কিনে আনতে বলে। ছেলে দোকানে যেয়ে ঔষধ কিনে আনে। জেনারেল হাসপাতালের চার তলায় মেঝেতে চিকিৎসাধীন অবস্থায় স্যালাইন চলাকালে স্ত্রী কৌশলে বিষ জাতীয় ইনজেকশন স্যালাইনের মধ্যে পুশ করে। বিষযটি বাদি নুর ইসলাম দেখে ফেলে চিৎকার দেয়। এ সময় কর্তব্যরত নার্স ও রোগীর লোকজন এসে জয়গুন বেগমের কাছ থেকে ইনজেকশন ও বোতল নিয়ে পরীক্ষা করে দেখে বোতলে বিষাক্ত জাতীয় দ্রব্য যা জয়গুন বেগম স্যালাইনে মিশিয়ে নুর ইসলামরে শরীরে দেয়ার চেষ্টা করছিলো।
মামলায আরো বলা হয়, স্ত্রী জয়গুন বেগমের সাথে নুর ইসলামের পারিবারিক বিরোধ চলছিলো। যে কারণে স্ত্রী জয়গুন বেগম বিষ জাতীয় দ্রব্য স্যালাইনে মিশিয়ে স্বামী নুর ইসলামকে হত্যার চেষ্টা করে। পরে পুলিশ এসে জয়গুন বেগমকে হেফাজতে নেয়।#