পিবিআই অফিস থেকে আসামী ছাড়ানোর কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

যশোর প্রতিনিধি
পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোরের সাথে যোগাযোগ করে আসামী ছাড়িয়ে নেওয়ার কথা বলে ১লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক  সরোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের হারেজ আলীর ছেলে রোববার ১০ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় প্রতারক সরোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে প্রতারণা করে হাতিয়ে নেয়া উল্লেখিত টাকা উদ্ধার করে।
পিবিআই সূত্রে বলা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারী যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহারিয়া আজম ওরফে আকাশ এর নামে কোতয়ালি মডেল থানায় একটি প্রতারণা মামলা হয়। উক্ত মামলা নং ৩৬,তারিখ ৯/২/২২ ইং,ধারা ৪২০/৪০৬ পেনাল কোড তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২),২৪(২),২৫(২) । উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা পিবিআই কর্মরত কর্মকর্তা। ৯ ফেব্রুয়ারী আসামী শাহরিয়ার আজম ওরফে আকাশকে পিবিআইয়ের একটি টিম গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর প্রতারক সরোয়ার হোসেন আনোয়ার হোসনের এলাকায় আসে। আনোয়ার হোসেনকে বলে পিবিআই অফিসে তার ভালো যোগাযোগ রয়েছে। সে শাহরিায়ার আজম ওরফে আকাশকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারবে। এজন্য সরোয়ার হোসেনকে ১লাখ ৫ হাজার টাকা দিলে ছেলেকে পিবিআই যশোর এর কাছ থেকে ছাড়িয়ে দিতে পারবে। টাকা না দিলে পিবিআই অফিস তার ছেলেকে রিমান্ডে এনে মারপিট করবে এবং একাধিক মামলায় চালান দেবে বলে ভয় ভীতি দেখায়। সরোয়ার হোসেনের কথায় আনোয়ার হোসেন ভীত সন্ত্রস্ত হয়ে ছেলেকে পিবিআই যশোর এর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য উপস্থিত সাক্ষীদের সামনে গত ৯ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় তার বাড়ি হতে নগদ ১লাখ ৫ হাজার টাকা নগদ প্রদান করেন। কিন্তু পিবিআই অফিস শাহরিয়ার আজম ওরফে আকাশকে পরের দিন আদালতে সোপর্দ করলে আনোয়ার হোসেন বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছে। ফলে তিনি নিজে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টায় নামেন। টাকা উদ্ধার করতে না পেরে গত ১০ এপ্রিল পিবিআই যশোর কার্যালয়ে হাজির হয়ে আনোয়ার হোসেন উক্ত বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিতভাবে পুলিশ সুপার পিবিআই যশোরের কাছে অভিযোগ দেন। উক্ত অভিযোগের বিষয়টি ব্যাপক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার পিবিআই যশোর  এর নির্দেশক্রমে পিবিআই যশোর জেলার সাধারণ ডাইরী নং ১২৪,তারিখি ১০/০৪/২২ ইং এসআই ডিএম নুর জামাল হোসেনসহ একদল পুলিশ প্রতারক সরোয়ার হোসেনকে তার বাড়ি হতে গ্রেফতার করে। আনোয়ার হোসেনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া ১লাখ ৫ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত সরোয়ার হোসেনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। সোমবার ১১ এপ্রিল পিবিআই কর্মকর্তারা প্রতারণক সরোয়ার হোসেনকে  আদালতে সোপর্দ করলে সে স্বেচ্ছায় বিজ্ঞ বিচারকের সামনে জবানবন্দি প্রদান করেন।