রাজশাহী প্রতিনিধি: গতকাল শনিবার রাতে রাজশাহীতে মীম হোসেন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হাসপাতাল সূত্রে পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই যুবককে রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবলীগ কর্মীর নাম মীম হোসেন (২৫)। তিনি নগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মীম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত এবং শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে এরইমধ্যে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।