নাটোরে ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত

নাটোর প্রতিনিধি: শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের গুরুদাসপুর মধ্যমপাড়া এলাকায়, যুবলীগের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের ১১ জন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ জানায়, ৬ মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যায়। সেই চালের বাকি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না করায় তার কাছে নিজ পাওনা টাকা চান রিজভী। আলমগীর ও তার সহযোগিরা এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

এ ঘটনায় রিজভী থানায় অভিযোগ দায়ের করলে আলমগীর গতরাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে রিজভীর ওপর হামলা চালায়। এসময় আহত হন পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

হামলার পর বিএনপি নেতাকর্মীরা যুবলীগ কর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।