যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলের ইজিবাইক চালক দু’দিনেও বাড়ি না ফেরায় ইজিবাইক ছিনিয়ে তাকে হত্যা করা হতে পারে এমনটা শঙ্কা প্রকাশ করেছেন তার স্বজনরা।
বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩২) প্রতিদিনের মত রোববার সকালে ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বাড়ি থেকে বেরুনোর পর আর ফিরে আসেনি।সম্ভব্য সকল জায়গায় খোজাখুজির পর সন্ধান না পেয়ে ওর পিতা শাহাদৎ হোসেন সোমবার রাতে থানায় একটি সাধারন ডায়েরি করেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন,নিখোঁজের বিষয়ে সোমবার রাতে তার পরিবার থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজ ইসরাফিলকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
পরিবারের একমাত্র উপার্জন করা ছেলের দু’দিন ধরে খোঁজ না পাওয়ায় তার বাবা, মা এবং স্ত্রী এক বছর ও পাঁচ বছরের দুটি সন্তানকে নিয়ে পড়েছেন মহা সংকটে।
ইসরাফিলের বৃদ্ধা মা সোনাভান বিবি বলেন,ছেলে বাড়ি না ফিরায় ওর বাচ্চা দুটোর কান্না থামানো যাচ্ছে না।বাজার থেকে বাড়ি আসল্লি ওদের জন্যি দুধ মিস্টি আনতো।এসব না পেয়ে বাচ্চারা কান্নাকাটি করছে।
“তোমরা বাপু আমার ছেলের একটু খুঁজে বের করে দেও।”
একজন ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক বলেন,প্রায়ই ইজিবাইক ছিনতাই হয়।ছিনতাইকারীরা অপরিচিত হলে চালককে বেঁধে ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে যায় আর পরিচিত হলে তাকে হত্যা করাও হয়