যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা 

যশোর প্রতিনিধি
সংসার করা কালীন অন্তরঙ্গ মুহুর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের মহাসিন আলীর মেয়ে আছিয়া খাতুন (২৯) এজাহারে উল্লেখ করেছেন, তার সাথে কাশিমপুর ডহেরপাড়া গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে জাহাঙ্গীর আলমের (৩৬) বিয়ে হয়। এক বছর ঘর সংসার করার পর তিনি বুঝতে পারেন জাহাঙ্গীর দুঃশ্চরিত্র। তার সাথে বিভিন্ন সময় দুর্ব্যবহার করতো। সে কারণে গত ২৬ জানুয়ারি তিনি জাহাঙ্গীরকে তালাক দেন। তিনি বর্তমানে তার পিতামাতার বাড়িতে থাকেন। সংসার চলাকালে জাহাঙ্গীর বিভিন্ন সময় অন্তরঙ্গ মুহুর্তের ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে। তালাক হওয়ার পর সে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে জানায় টাকা দিলে ছবি গুলো ফেরৎ দেয়া হবে। গত ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীর তার বাড়ির সামনে মোবাইল ফোনে কল করে আসতে বলে। তিনি বাড়ির সামনে গেলে আসামি জাহাঙ্গীর দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ছবি গুলো ফেরৎ দেবে না বলে নানা হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতাই ভুগছেন বলে জানিয়েছেন