যশোরে ধর্ষণ ও চুরির অভিযোগে পৃথক দুই মামলায় দুইজন রিমান্ডে

যশোর অফিস
যশোরের ধর্ষণ ও চুরির অভিযোগে পৃথক দুই মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানী শেষে পৃথক মেয়াদে এ আদেশ দিয়েছেন।
যশোরের শার্শায় ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় বজলু গাজীর একদিনের রিামন্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। বজলু গাজী রুদ্রপুর গ্রামের আনসার আলী গাজীর ছেলে।
আদালত সূত্র জানায়, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের এক কিশোরী প্রতিদিন সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে প্রাইভেট পড়তে যায়। গত ২১ ডিসেম্বর ওই কিশোরী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আনসার আলী গাজির ছেলে আসামি বজলু তাকে জোর করে বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করে। বজলু তাকে ছেড়ে দিয়ে বিষয়টি কাউকে বল্লে ভিডিও নেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। কিশোরী বাড়িতে এসে বিষয়টি তা পরিবারের সদস্যদের জানায়। এ ব্যপারে ওই কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শার্শা থানায় মামলা করেন।