যশোর প্রতিনিধি
মঙ্গলবার ১ ফেব্রুয়ারী সকাল ৮ থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন দিয়ে যাত্রীর চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি এর গাড়ী বিএসএফ কর্তৃক দ্রুত চেক করে অধিক গাড়ি প্রবেশ না করানো গাড়ি তল্লাশীর নামে ড্রাইভারদের হয়রানী তল্লাশীর নামে করা এবং পেট্রাপোল বন্দর এর সাথে সংশ্লিষ্ট সকলের কাস্টমস কার্ড ব্যতীত পেট্রাপোল বন্দরে বিভিন্ন অজুহাতে প্রবেশ করতে বাঁধা প্রদান করার কারণে গত ৩১জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল বন্দর ব্যবহারকারীদের সমন্বয় বনগাঁও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁও নব ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন, পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন চলমান রয়েছে। বিএসএফ এর সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানা যায়