যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে বেনাপোল পোর্ট থানাধীনে ৪নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গয়রা গ্রামের এরশাদের বাড়ির পিছনে পশ্চিম পাশের্^ মাটির রাস্তার উপর থেকে মফিজুল রহমানকে ৪৬ বোতল ও একই সময় র্যাবের অপরটিম রাত পৌনে ৯ টায় ফেনসিডিল বেচাকেনার অভিযোগে মফিজুল ইসলামকে ৪৩০ পিস ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করে।
র্যাব৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার ৩১ জানুয়ারী রাত ৮ টায় র্যাবের একটি গোাপন গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড গয়ড়া গ্রামের এরশাদের বাড়ি পিছনে পশ্চিম পাশের্^ মাটির রাস্তার উপর মফিজুল রহমানকে ৪৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে, র্যাবের অপর একটি টিম সোমবার রাত পৌনে ৯ টায় যশোরের ১০ নং শার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাভারণ রেল বাজার গ্রামের কবির প্লাজা (এসডি মটরস লেখা ভবন এর ৫ম তলার পূর্ব পাশের্^ ফ্ল্যাটের মধ্যে হতে অভিযান চালিয়ে ৪শ’ ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করেন।