করোনাভাইরাস ও উপসর্গে (রামেক) হাসপাতালে ১০ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: করোনাভাইরাস ও উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি সাতজনের উপসর্গ ছিল।

শনিবার থেকে রবিবার রাতের বিভিন্ন সময় হাসপাতালের আইসিইউ ও করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, গতরাতে আইসিইউতেই মারা গেছেন চারজন। এছাড়া করোনা পর্যবেক্ষণ ওয়ার্ড ১৬ নম্বরে মারা গেছেন আরও তিনজন। দুইজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এছাড়া ২৯ নম্বর ওয়ার্ডে আরেকজন মারা গেছেন।

করোনার উপসর্গে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।