যশোর প্রতিনিধি: যশোরে গত ২৪ ঘন্টায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১৭ দিনে আক্রান্ত হয়েছেন ২শ ২৯ জন।
যশোর সিভিল সার্জন অফিস সুত্র জানিয়েছেন, সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যশোরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ সময় অ্যান্টিজেন ও জিন এক্সপার্টে ১ শ ৫০ টি নমুনা পরীক্ষা করে ৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী প্রতি ৩ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন রোববার ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হলেন ২২ হাজার ১শ ২৭ জন মানুষ। মৃত্যুবরণ করেছেন ৫শ ১৭ জন।
সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, করোনা পরিস্থিতি বর্তমানে উর্দ্ধোগতির দিকে বলে মনে হচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে বিশেষ করে মাস্ক ব্যবহারের জন্য বলা হয়েছে। কেউ তা না মানলে জেলা প্রশাসন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।#