যশোর প্রতিনিধি
ভোর রাতে যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা পূর্বপাড়া,ধর্মতলা তিন খাম্বার মোড়ে একটি মুদী দোকানের সার্টার ভেঙ্গে চাল,সয়াবিন তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ শান্ত শেখ নামে এক চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল (সোসাইল ফোকরা) গ্রামের মৃত বেল্লাল শেখ ও কল্পনা শেখ’র ছেলে। এ সময় তার সহযোগী যশোর শহরের ঢাকা রোড আমিনিয়া মাদ্রাসার পাশে শাহিন দুই বস্তা চাল ও দেড়শ’ লিটার সয়াবিন তেল নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা পূর্বপাড়া (ধর্মতলা তিন খাম্বার মোড়) শেখ মোঃ ইমদাদুল হকের ছেলে শেখ মোঃ আল ইমরান বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকালে কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দেন।
মামলায় তিনি উল্লেখ করেন,খোলাডাঙ্গা পূর্বপাড়া,ধর্মতলা তিন খাম্বার মোড়ে বাদির ছোট ভাই মোঃ
মামুন শেখ এর একটি মুদী দোকান রয়েছে। উক্ত মুদী দোকানে বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় শান্ত শেখ দোকানের সামনে থেকে সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সে দোকান হতে জিরে মিনিকেট ২ বস্তা চাল ও ১৫০লিটার সয়াবিন তেল যার মূল্য ১০ হাজার টাকা নিয়ে যাবার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে সকাল ৬ টায় শান্ত শেখকে আটক করে। এ সময় তার সহযোগী শাহিন উক্ত মালামাল নিয়ে সটকে পড়ে। পরে শান্ত শেখ পালানোর সময় জনগণ পিটুনী দিলে সে আহত হয়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ চোর শান্ত শেখকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে।