যশোর শহরে স্বামীস্ত্রী ছিনতাইকারীদের ছুরিকাঘাতের ঘটনায় মামলা

বিশ্বাস প্রতিনিধি
সন্ধ্যারাতে শহরের বেজপাড়া দরবেশ বাড়ির কাছে এক গৃহবধূর কাছে থাকা পার্স ব্যাগ ছিনিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্বামী প্রতিরোধ করার চেষ্টা করলে তাকেও ছুরি মেয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া গুলগুল্লার মোড়ের খালেকের ছেলে ডলার ও ঝুমঝুমপুর চান্দের মোড়ের আমিনুর রহমানসহ অজ্ঞাতনামা ২/৩জন। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্বামী স্ত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর শহরের আরএনরোড মসজিদের সামনে শাহা মোহাম্মদের ছেলে জাহিদ বাদি হয়ে বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বাদির স্ত্রী রুনা (১৯) এর গায়ে জ¦র অসুস্থ্য হওয়ায় বেজপাড়া ছয়তলার নিকট ডাক্তারের নিকট যাওয়ার সময় বুধবার সন্ধ্যা অনুমান সাড়ে ৫ টায় বেজপাড়া দরবেশ বাড়ির নিকট খায়ের এর বাসার সামনে পৌছালে উক্ত দু’জন আসামী ও তাদের সহযোগীরা রুনার পথের গতি রোধ করে তার হাতে থাকা পার্স ছোট ব্যাগ যার মধ্যে ২ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয়। রুনা প্রতিবাদ জানালে তাকে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনা দেখে বাদি ছিনতাইকারীদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকেও চুরিকাঘাত করে পকেটে থাকা নগদ ৬ হাজার ৫শ’ ৫৫ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে।#