বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের কেটি চৌকসদল শনিবার ১৩ নভেম্বর রাত সাড়ে নয়টা যশোরে চৌগাছা থানাধীন চৌগাছা উপজেলার মুলিখাল গ্রামের বের গোবিন্দ বাওড়ের অনুমান ১শ’ গজ দূরে ূর্বের তিন রাস্তার মোড়ে পৌছেলে ডিবি’র উক্ত টিম অভিযান চালিয়ে বিপ্লব বিশ^াসকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে চৌগাছা উপজেলার জিওলগাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ^াসের ছেলে মো বিপ্লব বিশ^াসকে হাতেনাতে ঘ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ ফেনসিডিলবহনকারী যুবক বিপ্লব বিশ^াসকে আদালতে সোপর্দ করে। #