যশোর প্রতিনিধি
যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের মামলায় স্বামীর দুই বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নিলুফার শিরীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ দাস মণিরামপুর উপজেলার হাজের আলী গ্রামের নারায়ন দাসের ছেলে। এরআগে ২০১৮ সালের ২৩ মে ভারতী রানী দাস আদালতে স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর প্রদীপ দাসের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট শুরু করে। বাদীর পিতা বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দেয় প্রদিপকে। তারপরও বাকি দেড় লাখ টাকার জন্য মারপিট অব্যহত রাখে। সর্বশেষ ২০১৮ সালের ১৫ মার্চ প্রদীপ মারপিট করে ভারতী রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ১০ এপ্রিল পারিবারিক ভাবে বিষয়টি নিয়ে মিমাংশা চেষ্টা করে কিন্তু প্রদীপ যৌতুকছাড়া সংসার করবে না বলে জানিয়ে দেয়। বাধ্য হয়ে তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রোববার রায় ঘোষণা করে আদালত।