যশোর : র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল শনিবার সন্ধ্যায় শহরের মণিহার মোড়স্থ যান্ত্রিক পেট্টোলিয়াম সংলগ্ন আব্দুর রহিম রোডস্থ নাসির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে অভিযান চালিয়ে
১৪০ পিস ইয়াবাসহ সাগর নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজোর বাজালিয়া ৭নং ওয়ার্ড এলাকার সেলিম সিকদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,শনিবার ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টার পর গোপন সূত্রে খবর পেয়ে শহরের যান্ত্রিক পেট্টোলিয়াম সংলগ্ন এলাকায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১৪০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।