বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ মিলন হোসেন (৩০)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।এসময় ফেন্সিডিল বহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়।
শনিবার (৩০ অক্টোম্বর) সকালে বাগআঁচড়া টু গোগার বসতপুর এলাকা থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মিলন হোসেন বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন পাচারকারি ইজিবাইক যোগে মাদক নিয়ে বাগআঁচড়ার দিকে আসছে।এমন সংবাদের ভিত্তিতে এএস আই ফিরোজের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে ইজিবাইকসহ মিলন হোসেনকে আটক করে।পরে ইজিবাইকের ভিতর থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভুইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।