যশোর প্রতিনিধি
যশোরে প্রতিদিন ৩০ শিশু নিউমোনিয়া ও ঠান্ডা জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে শতাধিক শিশু ভর্তি রয়েছে। এছাড়া বর্হিবিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন আরো অন্তত দেড় শতাধিক। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে হঠাৎ করে শিশুদের নিউমোনিয়া ও ঠান্ডা জ¦র বেড়ে গেছে। এতে করে হাসপাতালে ভর্তি এবং বর্হিবিভাগে রোগির চাপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত চিকিৎসক ও সেবিকা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। #
যশোরে পুলিশের হাতে এ্যালকোহল
ও গাঁজা উদ্ধার গ্রেফতার-২
যশোর ব্যুরো
কোতয়ালি মডেল থানা ও তাল বাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বুধবার ৩ ঘন্টা ব্যবধানে ১৫ বোতল হোমিওপ্যাথিক এ্যালকোহল ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া হাটখোলা বাজারের পাশে মৃত আজিজুর রহমান ও সাজেদা বেগমের ছেলে বজলুর রহমান বিশ^াস ও যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার মৃত আহম্মদ হোসেন ও মৃত জাহানারা বেগমের ছেলে মোমিনুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালহেত সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, বুধবার ৬ অক্টোবর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঢাকা রোডস্থ নাইস আবাসিক হোটেলের সামনে থেকে মোমিনুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ১শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করে। অপরদিকে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ৬অক্টোবর বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ঘুরুলিয়া হাটখোলা বাজারস্থ জনৈক তরিকুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে বজলুর রহমান বিশ^াসকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ১৫ বোতল হোমিওপ্যাথিক এ্যালকোহল উদ্ধার করে। #