যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয় কয়েকজন শিশু নদীর পাড়ে খেলতে গিয়ে প্রথমে লাশটি ভাসতে দেখেন। পরে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রঘুরামপুর গ্রামের কয়েকজন শিশু নদীর পাড়ে খেলছিল। হঠাৎ তারা নদীর ওপারে একটি মৃতদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আব্দুস সামাদ ও রহমত আলী নামে দুইজন স্থানীয় ব্যক্তি ছুটে আসেন এবং অন্যান্য গ্রামবাসীর সহায়তায় একটি নৌকার মাধ্যমে নদীতে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
তারা আরও জানান, উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। তার পরনে ছিল একটি পুরানো লুঙ্গি এবং ময়লা গেঞ্জি। তবে আশেপাশের কেউই তাকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয় নন বা পাশ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছেন। তার পরিচয় এখনও অজ্ঞাত রয়ে গেছে।
খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “লাশ উদ্ধারের পর আমরা তাৎক্ষণিকভাবে প্রাথমিক তদন্ত শুরু করেছি।
এখন পর্যন্ত মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি এবং মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”