যশোরে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

Share

১৮ মে রোববার সন্ধ্যায় যশোর শহরের একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী যশোর জেলার পেশাজীবী থানার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস এবং সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।

গোলাম কুদ্দুস বলেন, দেশের ইসলামী সমাজ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা-পরবর্তী নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের পর দেশে ইসলামপন্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ কিংবা সহিংসতার অভিযোগ প্রমাণিত হয়নি এবং জনগণ তাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, সরকার এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ। জামায়াত সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলছে এবং কুরআন-হাদিসের আলোকে কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

Read more