যশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার এড়েন্দা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আল আমিন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের আবু কালামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, সোমবার ২৭ সেপ্টেম্বর ডিবি’র এসআই শাহিনুর রহমানসহ একদল চৌকস পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় এড়েন্দা গ্রামের রানার বাড়ির সামনে থেকে আল-আমিন হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করে।#