যশোর প্রতিনিধি
রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত কুদ্দুস খান (৫৪) এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি সঙ্গে সাপটিও নিয়ে আসেন। ডাক্তার সাপকে রাসেল ভাইপার বলে চিহ্নিত করে এ্যান্টি ভেনম দিয়েছি।ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
কুদ্দুস খান বলেন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এসময় আমার বাম পায়ে সাপে কামড়ায়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এছাড়া পাশে থাকা পটল ক্ষেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি।
এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোন অ্যান্টি ভেনম নেই বলে জানান। রাত সাড়ে তিনটার দিকে যশোর হাসপাতালে ভর্তি হয়। রাত চারটার দিকে অ্যান্টি ভেনম দেয়া হয়।
২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে অ্যান্টি ভেনম দেয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষনে রেখেছি।