যশোর প্রতিনিধি
ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণসহ বিভিন্ন দাবিতে যশোর কালেক্টরেট ভবনের (জেলা প্রশাসকের কার্যালয়) সামনে অবস্থান নিয়েছেন জেলার জলমগ্ন মনিরামপুর কেশবপুর উপজেলার হাজার হাজার দুঃখ দূর্শায় জর্জরিত এলাকার বাসিন্দারা। ৬ অক্টোবর রোববার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে ব্যানার-ফেস্টুন, লাঙল, মই ও আঁচড়াসহ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ভবদহবাসী পানি সরাও, মানুষ বাঁচাও স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অবিরাম চলবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। এর আগে সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল-বসতবাড়ি-জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের স্বচ্ছতা আনতে সেনাবাহিনীর তদারকি, আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ সমন্বয়ে সম্পন্ন করা।
তারা বলেন, ভবদহ এলাকার লাখ লাখ একর জমি পানির নিচে, হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন, স্কুল-কলেজে পানিতে তলিয়ে আছে। এমন পরিস্থিতিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত জলমগ্ন ভবদহবাসীর পক্ষে ফলাফল না আসবে, ততক্ষণ এখানে অবস্থান করবো।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন,ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য পাল, আমনিুর রহমান প্রমুখ।