নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা

Share

যশোর অফিস 
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়,এম এম কলেজের পুরনো হোস্টেলের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে চলন্ত দুটি ইজিবাইকের পেছনে পোস্টার সাঁটানোর দায়ে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শামীম হোসাইন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

Read more