ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান গয়েশ্বর। সেখানে এক ঘণ্টা অবস্থান করে রাত সোয়া ৯টার দিকে বের হন তিনি।
বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন। তবে সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।