চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুল যৌথ বাহিনীর হাতে আটক 

Share

যশোর অফিস 
যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে (৪০) আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ১২ টার যশোর বিমানবন্দর সড়কের ইংলিশ স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। এরপর তার পকেট তালাশি করে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার এস আই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, তরিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে যশোর কোতয়ালী থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি শহরতলীর বালিয়া ভেকুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read more