যশোর প্রতিনিধি:
যশোর-৩ আসনের নির্বাচনী প্রচারণায় এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। দলীয় পরিচয় ছাপিয়ে তিনি নিজেকে সাধারণ মানুষের ‘ভাই’ ও ‘সন্তান’ হিসেবে তুলে ধরে জনমনে বিশেষ জায়গা করে নিচ্ছেন।তার নির্বাচনী সভা পরিণত হচ্ছে জনসভায়।
আজ সকালে যশোর সদর উপজেলার খিতিবদিয়ায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে তিনি যশোরের হারানো রাজনৈতিক সৌন্দর্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করছেন।
তিনি বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতের মানুষ আমার পথসভায় আসছেন। এটাই এক সময় যশোরের রাজনৈতিক সৌন্দর্য্য ছিল। গত ১৬ বছরে আমরা এই চরিত্র হারিয়েছি, আমরা নিজেদের ভাগ করে ফেলেছি গায়ের রঙে, ধর্মে আর রাজনীতিতে।
তিনি অভিযোগ করেন যে, বিগত বছরগুলোতে পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। তবে সাধারণ মানুষ এক থাকলে যেকোনো ষড়যন্ত্র নসাৎ করা সম্ভব।
৫ই আগস্টের পরবর্তী সময়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও জনগণের জানমালের পাহারাদার হিসেবে কাজ করেছে। বিএনপি অতীতেও শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করেছে, ভবিষ্যতেও করবে। যশোরের সুষম উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই।
তাই ভোটারদের প্রত্যেককে একেকজন ‘ধানের শীষের প্রার্থী’ হয়ে পাড়া-প্রতিবেশীর কাছে আমার সালাম ও বার্তা পৌঁছে দিতে হবে।
নির্বাচনী এ প্রচারণায় সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দার রহমান, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
যশোর-৩ আসনে নির্বাচনী সভা পরিণত হচ্ছে জনসভায়
Share
Read more