আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোটের মাঠে নেই, তারাই নানা অপকৌশলের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
উপদেষ্টা বলেন, সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী এবারের নির্বাচন পর্যবেক্ষণে আসুক। তবে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকে আগ বাড়িয়ে কাউকে আমন্ত্রণ জানাবে না, কিন্তু কেউ আসতে চাইলে তাদের সব ধরণের প্রশাসনিক ও নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমানে দেশে বড় ধরনের কোনো গোলযোগ বা অস্থিরতা নেই। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।