আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার এক রাজাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে এবং রাণীকে অপহরণ করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয় এবং তারা কোনো মুক্তিপণ দাবি করেছে কি না, তাও জানা যায়নি। খবর বিবিসির।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রাজার নাম সেগুন আরেমু। তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তার দাপ্তরিক উপাধী ছিল ‘কোরোর ওলুকোরো’। একদল সশস্ত্র হামলাকারী রাজপ্রসাদে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছে এবং রানীকে অপহরণ করে নিয়ে গেছে।
নাইজেরিয়ায় গত কয়েক মাসে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এসব ঘটনা মোকাবিলায় এরই মধ্যে দেশটির সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে। সংগঠনগুলো বলেছে, গত বছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০ জনের বেশি মানুষ অপহৃত হয়েছে।
নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এ ঘটনাকে বেপরোয়া বলে মন্তব্য করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটক করার নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।