জিয়া রহমানের জন্মবার্ষিক উপলক্ষে যশোরে পৃথক কর্মসূচি

যশোর প্রতিনিধি: যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সু-ব্যবস্থা নিশ্চিত করা।

 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ জন্মবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল ও যুবদল আয়োজিত পৃথক কর্মসূচিতে তিনি এ কথা বলেন। শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল দোয়া মাহফিল ও জেলা যুবদল দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। জেলা বিএনপি কার্যালয়ে পৃথক দুটি কর্মসূচি পালিত হয়।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অনুধাবন করেছিলেন দেশের যুবসমাজই হলো মূল চালিকা শক্তি। যে কারণে তিনি দেশের যুবসমাজকে কর্মমূখি করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাদেরকে প্রশিক্ষিত করার জন্য যুব কমপ্লেক্স তৈরি করেছিলেন। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করেছিলেন।  তিনি মহিলাদের প্রশিক্ষণের পাশাপাশি আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।

পৃথক দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা নাহিদা আক্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,  সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, সাংগঠনিক সম্পাদিকা হালিমা লতিফ, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।#