যশোর প্রতিনিধি
যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃত ব্যবসায়ী দিপু কাজীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্ট্যাম্প, সোনার আংটি ও মোটর সাইকেল এবং মুক্তিপণের টাকা। উদ্ধার দিপু কাজী যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের হাফিজুর রহমান কাজীর ছেলে। তার চৌগাছা বাজারে কীটনাশকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসানুর রহমান ও শহরতলী নিউ মার্কেট এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের জানান, রোববার ২৭ জুন বিকালে চৌগাছা থেকে ব্যবসার কাজে দিপুর কাজী মোটরসাইকেল চালিয়ে সলুয়া বাজারে যায়। পরদিন ২৮ জুন দিপু কাজীর ছোট ভাই মিঠু কাজীকে ফোন করে জানায়, তার ভাইকে ফিরে পেতে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় মিঠু চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশকে মৌখিকভাবে জানায়। জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। মিঠু কাজী অপহরণকারীদের টাকা দিতে রাজি হওয়ায় যশোর উপশহর এলাকায় তাকে অনুসরণ করে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্য টাকা নিতে আসে। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেখানো মতে সদর উপজেলার শেখহাটি বিশ্বাসপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে সে স্থান ত্যাগ করে। পরে অপহরণচক্রের সদস্যদের অনুসরণ করে যশোর মাগুরা মহাসড়কের বাহাদুরপুর পাকা রাস্তার ওপর থেকে অপহৃত দিপু কাজীকে উদ্ধার এবং অপহরণ চক্রের দুইজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি সোনার আংটি, ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্প ও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিঠু কাজী বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আরো তথ্য জানাগেছে, দিপুর কাজীর সাথে ব্যবসায়ীক লেনদেনের সূত্রধরে এই অপহরনের ঘটনা ঘটেছে।