সারাদেশের ৩০০ আসনে ভোটের লড়াইয়ে থাকছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল

ঢাকা অফিস: সারাদেশে ৩০০টি সংসদীয় আসনে ৩ হাজার ৭৪১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ভোটের লড়াইয়ে থাকছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হবে ১ থেকে এবং এই কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
দলের সংখ্যা জানালেও কোন কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে তার তালিকা এখন পর্যন্ত জানায়নি ইসি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।