আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের আল-শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
হাসপাতালের অভ্যন্তরে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তারা ট্যাঙ্ক এবং কমান্ডো সৈন্যদের জরুরি বিভাগে প্রবেশ করতে দেখেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, আল-শিফার অধীনে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরায়েলি দাবির সমর্থনে তাদের গোয়েন্দা তথ্য রয়েছে। হামাস এটি অস্বীকার করেছে।
এর আগে জ্বালানি সংকটে থাকা হাসপাতালের একজন চিকিৎসক জানান, সেখানে গণকবরে ২০০ রোগীকে দাফন করা হয়েছে।
গাজায় তাঁবুতে ঘুমিয়ে থাকা হাজার হাজার মানুষ এক রাতে মুষলধারে বৃষ্টির মুখোমুখি হয়।
আল-শিফা হাসপাতালের একজন প্রত্যক্ষদর্শী খাদের জানোন বলেন, আমি হাসপাতালের ভিতরে ছয়টি ট্যাঙ্ক এবং শতাধিক কমান্ডো সৈন্যকে দেখেছি, তারা প্রধান জরুরি বিভাগে প্রবেশ করেছে, কিছু সৈন্য মুখোশ পরা ছিল এবং আরবি ভাষায় চিৎকার করছিল ‘নড়ো না’, ‘নড়ো না’।
তবে বিবিসি স্বাধীনভাবে তথ্যগুলো যাচাই করতে পারেনি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে, যাতে ১২০০ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি জিম্মি হয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ৪,৫০০ জনের বেশি শিশু। সূত্র বিবিসি