যশোরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি 
যশোরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাহরিম আক্তার লিমা (১৭)কে  কলেজের সামনে থেকে  অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার ১ অক্টোবর রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলা বিজয়নগর গ্রামের সিরাজুল ইসলাম। মামলায় আসামী করেন,সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর দক্ষিণপাড়ার আশরাফের ছেলে তপু, একই গ্রামের মৃত আকবরের ছেলে শরিফুল ইসলামসহ তাদের অজ্ঞাতনামা সহযোগী ৩/৪জন।
মামলায় সিরাজুল ইসলাম উল্লেখ করেন,তার মেয়ে শাহমিন আক্তার লিমা যশোর সদর উপজেলার বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছে। লিমা কলেজে আসা যাওয়ার পথে তপু তার সহযোগীদের সহায়তায় বাদির মেয়েকে বিভিন্নভাবে উত্যক্তসহ আজে বাজে কথাবার্ত বলতো এবং প্রেমের প্রস্তাব দিতো। লিমা তপুর প্রস্তাবে রাজী না হওয়ায় তপু তার সহযোগীদের সহায়তায় বাদির মেয়েকে জোর করে অপহরণ করে ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে। বাদির পরিবার বিষয়টি জানার পর তপুকে এহেন কার্যকলাপ করতে বাধা নিষেধ করেন এবং  শরিফুল ইসলামকে বিষয়টি জানায়। কিন্তু আসামীরা বাদির কথায় কোন কর্নপাত না করে উল্টো তার সহযোগীরা তপুকে উস্কানি দিতে থাকে। বাদির মেয়ে লিমা গত ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায়  বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সামনে পৌছালে তপু তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহায়তায় বাদির মেয়ে লিমাকে দাঁড় করিয়ে সহযোগী আসামীদের সাথে  পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে লিমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে ফুসলিয়ে বাদির মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অপহরণ কওে একটি গাড়ীতে তুলে দ্রুত চলে যায়। ২৮শে সেপ্টেম্বর সকালে শরিফুল ইসলামসহ তার সহযোগী অজ্ঞাতনামা আসামীরা বাদির বাড়িতে এসে উক্ত বিষয় বাড়াবাড়ি করলে বাদির পরিবারকে মারপিট খুন জখমসহ হুমকী দেয়।।#