রোকনুজ্জামান, চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী অভিজিৎ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দেবাশীষ মিশ্র জয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল কদর, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, ঝিকরগাছা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ধীরেন্দ্র নাথ দে, সহ-সভাপতি সন্তোষ কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক শ্যামল দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সম্পাদক মিকাইল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার আগে এক মঙ্গল শোভাযাত্রা বের করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলার শ্রী শ্রী কালী মন্দির থেকে আরম্ভ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।