যশোর বাঘারপাড়ায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ২

Share

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের আরিফ ভাটার পাশে নার্সারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঘারপাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ,বাঘারপাড়া দিক থেকে খাজুরাগামী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে খাজুরা বাজার থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং এতে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেন (২০) কে মৃত ঘোষণা করেন। আহত দুজন কাবিরুল ইসলাম (২৬) ও সুইট হাসান (২৭)হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত রাকিব হোসেন, আহত কাবিরুল ইসলাম ও সুইট হাসান তিনজনই যশোরের বাঘারপাড়া উপজেলার  নারকেলবাড়িয়া ইউনিয়নের আগড়া গ্রামের বাসিন্দা।

বাঘারপাড়া থানার ডিউটি অফিসার জানান, “ঘটনাটি দুঃখজনক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read more