যশোর বিজ্ঞান প্রযুক্তিতে স্নাতক প্রথম বর্ষের তৃতীয় ধাপের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, মাইকেল মধুসূদন দত্ত গ্রন্থাগার কাম একাডেমিক ভবন, ডা. এম আর খান মেডিকেল সেন্টারে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের তৃতীয় ধাপের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

দেশের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত গুচ্ছ পদ্ধতির এ ভর্তি কার্যক্রমে যবিপ্রবি’তে সর্বমোট ৮৫২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আজ যবিপ্রবি’তে বিজ্ঞান বিভাগের পরীক্ষায় ৩৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ২৭ শে মে যবিপ্রবি’তে ব্যবসায় বিভাগের পরীক্ষায় ৮৮০ জন শিক্ষার্থীর এবং গত ২০ মে তারিখে মানবিক বিভাগের পরীক্ষায় ৩৬৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।