যশোরে পাওনা টাকা চাওয়ায় যুবককে মারপিটের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি 
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরতলীর চাঁচড়া রায়পাড়ায় কামরুল হাসান মামুন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। চাঁচড়া রায়পাড়ার মেহেদি হাসান বাদশার স্ত্রী তাসলিমা আক্তার রানি ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলো চাঁচড়া রায়পাড়া তুলাতলার কালো বাবু ওরফে কামরুলের ছেলে রনি (২৩) একই এলাকার কবিরের ছেলে মুরাদ হোসেন (২০) সিরাজের ছেলে হাসান (২১) হবির ছেলে গাজি (২০) চাঁচড়া ডালমিল এলাকার মৃত কাদেরের ছেলে কামরুল (৪২) চাঁচড়া চেকপোস্টের আব্দুর রাজ্জাকের ছেলে ঠিকাদার সাইদ (৪০) চাঁচড়া ডালমিলের মৃত কাদেরের ছেলে পিন্টু (৪০) শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকার জাফরের ছেলে সজিব (১৯) ও চাঁচড়া রায় পাড়ার পিতা অজ্ঞাত ছাকিন (১৯)।
মামলায় রানি বলেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের নামে একাধিক মামলা রয়েছে। আসামিরা সংবদ্ধ হয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। আসামি পিন্টুর কাছে আমার ভাই মামুনের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে আসামিরা মারপিট খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। কামরুল হাসান মামুন বাড়ি থেকে  রেলগেট দোকানে যাওয়ার পথে ২৫ মে বিকেলে বাড়ির সামনে রাস্তার উপর পৌছুলে আসামি কামরুল সাইদ ও পিন্টুর পরিকল্পনা ও হুকুমে অন্যান্য আসামিরা দেশি অস্ত্র শস্ত্র ধারালো দা, বার্মিজ চাকু লোহার রড, বাঁশের লাঠি নিয়ে মামুনের পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আসামি রনি, মুরাদ, হাসান ও গাজি ধারালো চাকু দিয়ে আমার ভাই মামুনের মাথায়, ঘাড়ে, বাম পায়ের হাটুতে, উরুতে , ডান পায়ের হাটুর নীচসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর রক্তাত্ত জখম করে। আসামি সজিব,ছাকিন, কামরুল, সাইদ, ও পিন্টুরাও মামুনের উপর হামলা চালায়। এ সময় মামুনের কাছ থেকে আসামি রনি ৫ হাজার ৫শ টাকা নিয়ে নেয়। মামুনের চিৎকারে স্তানীয় লোকজন এগিযে গেলে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে চলে যায়। আহত মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে একটু সুস্থ হয়ে মামলা করা হয়। মামলঅর তদন্ত কর্মকর্তা এস আই খালিদ জানান, আসামি এখনো আটক হয়নি। আসামি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।