মনিরামপুরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

Share

যশোর অফিস: যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে শিল্পী মল্লিক (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রনি রায় ও শাশুড়ি দিপ্তি রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ রনিকে গ্রেফতার করেছে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ার সন্দেহে স্বামীর নির্যাতনের পরই শিল্পী আত্মহত্যা করেন বলে পরিবার জানায়। সোমবার (৩ নভেম্বর)তার মা নিলিমা মল্লিক বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা (নং-০৩, ধারা-৩০৬) দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

Read more