যশোরে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই চেষ্টায় যুবক আটক

Share

যশোর অফিস: যশোর শহরে ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে ইফতেখার আলম পরশ (৪৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় পারভেজ (৪৪) নামে আরেক জন পালিয়ে যায়। ঘটনাটি সোমবার দুপুরে শহরের রেল রোড, আদ-দ্বীন হাসপাতালের সামনে ঘটে। পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।

আটক পরশ শহরের বেজপাড়া গুড়গোল্লার মোড়ের মৃত খোরশেদ আলমের ছেলে। পারভেজ একই এলাকার জহিরুল হকের ছেলে।

ভুক্তভোগী শাহীন গাজী, মনিরামপুরের মাছনা গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে, জানান, তিনি শহরতলীর মুড়লী খাঁ পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন এবং ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শহরের নোভা মেডিকেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন পরশ ও পারভেজ রিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে। বেলা দেড়টার দিকে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তারা রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাহীন বাধা দিলে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরশকে আটক করে। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং রিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, পরশের বিরুদ্ধে রিকশা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার আরও অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Read more