যশোর অফিস: যশোরের মনিরামপুরে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে কোমলপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সমর্থিত মুদি দোকানদার হাফিজুর রহমানের দোকানে জামায়াতে ইসলামী সমর্থিত স্থানীয় ওয়ার্ড সেক্রেটারি ইমরান হোসেন গিয়ে অভিযোগ করেন, হাফিজুর নাকি বলে বেড়াচ্ছেন যে তিনি (ইমরান) একই গ্রামের জিম নামের এক ব্যক্তির কাছে চাঁদা চেয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ইমরান দোকানের ডিম ভেঙে ফেলেন ও দোকান উল্টাপাল্টা করেন। পরে দুজন একে অপরকে সামান্য আঘাত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি।