যশোরে এক নারীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

Share

যশোর অফিস: যশোরের চাঁচড়া এলাকার আছমা আক্তারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় গ্রামবাসী—এমন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যার-তার নামে মিথ্যা মামলা ও অভিযোগ করে হয়রানি করে আসছেন। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানার সামনে হাজির হয়ে ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরেন।

চাঁচড়ার মল্লিকপাড়ার রেজাউল ইসলাম বলেন, একই গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী আছমা আক্তার বিগত তিন মাসে একাধিক ব্যক্তির নামে আদালতে দুটি মামলা করেছেন। এছাড়া কোতোয়ালি থানায় তিনটি সাধারণ ডায়েরি ও আরও তিনটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন,“আছমা আক্তার কখনো ডাকাতি, কখনো শ্লীলতাহানি, কখনো চুরি, আবার কখনো মারপিটের অভিযোগ এনে আমাদের হয়রানি করছেন।”

রেজাউল আরও জানান, পিবিআই তদন্তে একটি ডাকাতি ও হত্যা চেষ্টার মামলা অসত্য প্রমাণিত হয়েছে। আদালতও আরও দুটি মামলা খারিজ করেছেন। এরপরও আছমা আক্তার নানা অভিযোগ এনে হয়রানি অব্যাহত রেখেছেন। সম্প্রতি একটি স্ট্যাম্পে তার জাল স্বাক্ষর করে আট লাখ টাকা দাবি করে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন বলে অভিযোগ করেন রেজাউল। বর্তমানে তিনি ধর্ষণ মামলার হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকেই ডাকা হয়েছিলো। তাদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

তবে পাল্টা অভিযোগ করেছেন আছমা আক্তার। তিনি বলেন, “রেজাউলসহ অন্যরা আমার বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করেছে এবং আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।” তিনি দাবি করেন,ওই টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

Read more