অপরিচ্ছন্ন পরিবেশ ও বিএসটিআই সীলবিহীন পণ্য: যশোরে দোকান মালিককে জরিমানা

Share

যশোর অফিস: অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে পণ্য বিক্রি এবং বিএসটিআই সীলবিহীন পণ্য রাখার অভিযোগে যশোর শহরের ধর্মতলা এলাকার তুষার এন্টারপ্রাইজ নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে অধিদপ্তরের উপপরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, দোকানটিতে অভিযান চালিয়ে দেখা যায়, নোংরা পরিবেশে পণ্য মজুত রাখা হয়েছে এবং বেশ কিছু পণ্যে বিএসটিআইয়ের সীল নেই।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী দোকান মালিক রকিব সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে সতর্ক করা হয়েছে বলে জানান উপপরিচালক সেলিমুজ্জামান।

Read more