যশোরে প্রতারণা মামলায় ঢাকার ইসলামপুরের ব্যবসায়ী নজরুল ইসলামের ২ বছর কারাদন্ড

যশোর অফিস
প্রতারণা মামলায় নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছে একটি আদালত। গতকাল সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম ঢাকা ইসলামপুর আহসানউল্লাহ রোডের কেকে ম্যানসন রতন প্লাজার মেসার্স এন ইসলাম ফেব্রিকসের মালিক।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর বেনপোলের হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আলী দীর্ঘ দিন ধরে ভারত থেকে কাপড় আমদানি করে ব্যবসা করে আসছেন। আসামি নজরুল ইসলাম তার কাছ থেকে নগদে ও বাকিতে কাপড় কিনতেন। ২০১৬ সালে নজরুল ইসলাম ৪ লাখ টাকার কাপড় কিনে দুই লাখ টাকা করে দুইটি চেক দিয়ে যান। চেক দুইটি ব্যাংকে জমা দিলে নজরুল ইসলামের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি নজরুল ইসলামকে জানালে তিনি দ্রুত পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন। একপর্যায়ে চেকের টাকা পরিশোধ না করে তিনি ঘোরতে থাকেন। টাকা আদালয়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রতারনার অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর যশোর আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদে-র আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম কারাগারে আটক আছে।