যশোরে পুলিশের আলাদা অভিযান ফেনসিডিল ইয়াবা ও গাঁজা উদ্ধার আটক-৪

যশোর অফিস
যশোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিল,২০০ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য রাখার   অভিযোগে ৪জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে ,যশোর সদর উপজেলার শানতলা উত্তরপাড়ার   মৃত আজিজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম, চাঁচড়া বাজার মোড় মধ্যপাড়ার ইনছান মিয়া ওরফে ইনছান আলীর ছেলে রকিবুল ইসলাম রুবেল ওরফে রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল,বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত কেষ্টপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে কিতাব আলী ও নড়াইল জেলার কালিয়া উপজেলার নলডাঙ্গা গ্রামের বর্তমানে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ভবেরবেড় (মধ্যপাড়া) মৃত কাকন খানের ছেলে সোহেল খান। এ ঘটনায় যশোর কোতয়ালি থানা,শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানায় আলাদা চারটি মামলা হয়েছে।আটককৃতদের সোমবার ২২ মে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম রোববার দিবাগত গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে সোহেল খানকে আটক করে।  এসময় তার কাছ থেকে  ১০৫পিস ইয়াবা উদ্ধার করে। সোহেল খানের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন। ডিবি’র এসআই শেখ আবু হাসান,এএসআই নাজমুল ইসলাম,এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামসহ একদল ফোর্স রোববার ২১ মে রাত সাড়ে ১১ টায় শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামের জনৈক রজব আলী মাষ্টারের মালিকানাধীন ভাইভাই স্যানিটারী দোকানের সামনে থেকে কিতাব আলীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপরদিকে,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ২১ মে বিকেল সাড়ে ৪ টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের যশোর টু চৌগাছা সড়কের চুড়ামনকাটি গ্রামের রেলগেটের সামনে থেকে মফিজুল ইসলামকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া,সদর পুলিশ ফাঁড়ীর একদল ফোর্স রোববার ২১ মে সন্ধ্যা সোয়া ৭ টায় শহরের পৌরসভার ১নং ওয়ার্ডস্থ সিটি কলেজপাড়া সুমন ঝড়ুদের টিনসেড পাকা ঘর এর ভাড়াটিয়া রবিউল ইসলাম রবি এর বসত ঘরের টয়লেটের মধ্যে থেকে ৯৫পিস ইয়াবা, ৪শ’ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৯শ’ ৮০ টাকা উদ্ধার করে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে রকিবুল ইসলাম রুবেল ওরফে রফিকুল ইসলাম ওরফে বড় রুবেলকে আটক করে। এসময় তার সহযোগী মোল্যাপাড়া (বাঁশতলা আইডিয়াল স্কুলের পাশে,রিপন কাউন্সিলরের গলি) মুনসুর মোল্যার ছেলে টিপু,চাঁচড়া (বাজার মোড় মধ্যপাড়া বাদশার বাড়ির পাশে) বর্তমানে শহরের সিটি কলেজপাড়া (লতা হিজড়ার বাড়ির ভাড়াটিয়া) ইনছান মিয়া ওরফে ইনছান আলীর ছেলে রাসেল, শহরের সিটি কলেজপাড়া সুমন ঝড়ূদের বাড়ির ভাড়াটিয়া) হামিদ শিকদারের ছেলে রবিউল ইসলাম রবি ও তার স্ত্রী রোজি বেগম পালিয়ে যায়। আটককৃতদের সোমবার ২২ মে দুপুরে যশোর আদালতে সোপর্দ করেন।