চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা 

যশোর অফিস যশোর সদরের কামারগন্যা গ্রামে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার কামারগন্যা গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে অপহৃত জিল্লুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো কামারগন্যা গ্রামের জিনদ্দার আলী ও তার ছেলে জহিরুল ইসলাম, আনারুল ইসলাম ও মৃত মঙ্গল মোল্যার ছেলে আয়েব আলী।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে জিল্লুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। ১৯ মে বিকেলে আসামিরা জিল্লুর রহমামের বাড়িতে চড়াও হয়ে চাঁদার টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তার কাছে থাকা ৬০ হাজার টাকা কেড়ে নেয় এবং তাকে অপহরণ করে জিনদ্দার আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে বাড়ির লোকজন প্রতিবেশীদের সাথে নিয়ে জিল্লুর রহমানকে উদ্ধার করে আনে। আসামিরা তখন চাঁদার বাকি টাকা না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।#