২০২৬ সালের এসএসসির ফরম পূরণ শুরু কবে, জানা গেল

Share

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখ প্রকাশ হয়েছে। সে অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে ফরম পূরণ। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 

Read more